নিজস্ব প্রতিবেদক
মার্চ / ২৪ / ২০২৩
প্রথম রমজানের আকাশে দেখা মিলেছে ব্যতিক্রমী চাঁদ। সাধারণত চাঁদের উপরে তারা দেখা যায়। এবার প্রথম রমজানে চাঁদের নিচে তারা দেখা গেছে।
শুক্রবার (২৪ মার্চ) সন্ধ্যার পর দেশের সব স্থান থেকে চাঁদের নিচে তারা দেখেছেন স্থানীয়রা। এ নিয়ে সামাজিক যোযোগের মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন অনেকে,লিখেছেন বাংলাদেশের আকাশে আজ চাঁদ আর শুকতারা একই রেখায় দেখা গেছে যা একটি বিরল ঘটনা। ব্যতিক্রমী এ দৃশ্য দেখতে খোলা জায়গায় বা বাসার ছাঁদে ভিড় করেন অনেক কৌতুহলী মানুষ। তারা বলছেন, এমন দৃশ্য এই প্রথম দেখলেন।
কয়েকজন আবহাওয়াবিদ জানান, তারা জীবনে এটি প্রথম দেখলেন- চাঁদের নিচে সঙ্গে লেগে থাকা তারা। যদিও মাঝে অনেক দূরত্ব, কিন্তু এভাবে কোনদিন চাঁদ ও তারাকে এভাবে তারা দেখেননি।