নিজস্ব প্রতিবেদক
জানুয়ারী / ০১ / ২০২৩
দৈনিক পুণ্যভূমির প্রকাশক ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী ২০২২ এর বিদায় ক্ষণে এবং ২০২৩ কে স্বাগত জানিয়ে বলেন, ক্যালেন্ডারের পাতা উল্টে বিদায় নিলো ২০২২ সাল।
প্রত্যাশা থাকবে প্রাপ্তিগুলো নতুন মোড়কে নতুনভাবে প্রেরণা জোগাবে ২০২৩-এ। হতাশ-গ্লানিগুলো যাবে ঘুচে। বছর শেষ হওয়া এবং নতুন বছরের শুরুতে আমরা সবাই নতুন আলো ও সম্ভাবনার আশায় চেয়ে থাকলাম। তাই নতুন বছরে বাংলাদেশসহ বিশ্বের প্রতিটি মানুষের একটিমাত্রই চাওয়া- ‘বিশ্ব হোক প্রাণঘাতী করোনাভাইরাস মুক্ত, বন্ধ হোক যুদ্ধ, প্রাণঘাতী, হানাহানি। যুদ্ধ নয় শান্তি চাই, ভয়হীন প্রাণভরে নিশ্বাস নিক বিশ্বের প্রতিটি মানুষ। তাই বিদায় ২০২২, স্বাগত ২০২৩ সাল।
দেখতে দেখতে কেটে গেল আরেকটি ঘটনাবহুল বছর। দিনপঞ্জিকার শেষ পাতাটি উল্টে গেল আজ।
নতুন বছরকে দৈনিক পুণ্যভূমি পত্রিকার সম্পাদকসহ সংশ্লিষ্টদের সাথে নিয়ে নতুন বছর ২০২৩ কে জানাই স্বাগত ।
বলা যায়, নতুন বছর আসুক নিয়ে নতুন নতুন আশা, পৃথিবীতে ছড়িয়ে দিক শুধুই ভালোবাসা, হানাহানি ভেদাভেদ সবকিছু ভুলি, আসুন সবাই মিলে মিশে দেশকে ভালবাসী।
আল্লাহ আমাদের সহায় হোন।