প্রেস বিজ্ঞপ্তি
ডিসেম্বর / ২৪ / ২০২২
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, দেশ-জাতি, সমাজের কল্যাণ ও উন্নয়নমূলক কাজের মাধ্যমে সমাজকল্যাণ সংস্থাগুলো নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। রাষ্ট্রের পাশাপাশি সংস্থার উল্লেখযোগ্য প্রতিটি কার্যক্রম প্রশংসনীয়। তিনি বলেন, সাগরদিঘীরপার একটি ঐতিহ্যবাহী অভিযাত এলাকা। এই এলাকার প্রতি সিসিকের সুদৃষ্টি সবসময় রয়েছে। আগামীতেও উন্নয়ন সহ সকল ক্ষেত্রে এই মহল্লা অগ্রাধিকার পাবে। তিনি বৃহত্তর সাগরদিঘীরপার সমাজকল্যাণ সংস্থা’র মত অন্যান্য সংস্থা, সমিতি ও সংগঠনগুলোকে এলাকার উন্নয়নে কাজ করার আহবান জানান।
তিনি গত ২৩ ডিসেম্বর শুক্রবার রাতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় মাঠে বৃহত্তর সাগরদিঘীরপার সমাজ কল্যাণ সংস্থা (পূর্ব)-এর নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বৃহত্তর সাগরদিঘীরপার সমাজ কল্যাণ সংস্থা (পূর্ব)-এর সভাপতি মোঃ আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বম্ভপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদি উর রহিম জাদিদ, সংস্থার প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর সাব্বির আহমদ, জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আলমগীর হোসেন, উপদেষ্টা নোমানি চৌধুরী, আব্দুর রহিম, ইঞ্জিনিয়ার রহুল আমিন, প্রফেসর আব্দুল ওয়াদুদ, প্রফেসর মাহমুদ মিয়া, মতিউর রহমান সরকার, ফারুক আহমদ চৌধুরী, নজরুল ইসলাম।
সংস্থার সাধারণ সম্পাদক, বøু-বার্ড স্কুলের গভর্নিং বডির সদস্য বদরুল ইসলাম লস্কর রাজু’র স্বাগত বক্তব্যের মাধ্যমে সুচিত অনুষ্ঠান পরিচালনা করেন সংস্থার কোষাধ্যক্ষ কফিল হোসেন। অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্থার সহ সভাপতি প্রফেসর আশরাফুল হক, রুহুল আমিন খান ও জালাল আহমদ, সহ সাধারণ সম্পাদক আবুল হোসেন, মহি উদ্দীন খাঁন বাহার, সাংগঠনিক সম্পাদক তাহসিন চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার তোফায়েল, সদস্য- শিপন আহমদ, ফাহিম, জিহান, জাম্মি, ফরহাদ, ফেরদৌস প্রমুখ।
শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে সংস্থার নেতৃবৃন্দ সহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বৃহত্তর সাগরদিঘীরপার সমাজ কল্যাণ সংস্থা (পূর্ব)-এর নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ অনুষ্ঠানে অভিষিক্ত হন।