সুনামগঞ্জ প্রতিনিধি:
মার্চ / ২৪ / ২০২৩
সুনামগঞ্জের ছাতক উপজেলা সদর ও গোবিন্দগঞ্জ বাজারের মাংসের দোকানে ভ্রাম্যামান আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
ছাতকে একটি ও গোবিন্দগঞ্জ বাজারে ৪টি মাংসের দোকানে ৫ টি মামলার মাধ্যমে এক অভিযানে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩মার্চ) দুপুরে ছাতক উপজেলায় পুলিশে সহায়তায় এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন,সহকারি কমিশনার (ভুমি) মোহাম্মদ ইসলাম উদ্দিন। এসময় ভ্যাটেনারি সার্জন ডা: ইমান আল হোসাইনসহ থানা পুলিশের সদস্যারা উপস্থিত ছিলেন।
সহকারি কমিশনার (ভুমি) মোঃ ইসলাম উদ্দিন বলেন,রমজান মাসে মাংসের অতিরিক্ত মুল্য নেওয়া হলে আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাংশের দোকানে লাইসেন্স, মুল্য তালিকা ও ভ্যাটেনারী কর্তৃক কোন কাগজ পত্র তাদের কাছে না থাকায় পশু জবাই ও মাংস সংরক্ষণ আইনে তাদের জরিমানা করা হয়।