বড়লেখায় শ্রমিক সংকটে মাঠেই ঝরছে পাকা ধান

পুণ্যভুমি ডেস্ক

ডিসেম্বর / ২২ / ২০২২

বড়লেখায় শ্রমিক সংকটে মাঠেই ঝরছে পাকা ধান
ad-spce

মাঠে পাকা ধান পড়ে আছে। কাটার মানুষ নেই। ফলে মাঠেই ঝরছে পাকা ধান। মৌলভীবাজারের বড়লেখার বিভিন্ন এলাকার আমন ধানের মাঠের দৃশ্য এমনটাই। এই সময়ে শতকরা ৯০ শতাংশ ধান কাটা শেষ হয়ে যাওয়ার কথা থাকলেও উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা যায় অধিকাংশ এলাকায় মাঠেই ঝরছে পাকা ধান।

কৃষকেরা জানান, শ্রমিক সংকটের কারণে ঠিক সময়ে ফসল ঘরে তুলতে পারছেন না তারা।তুলনামূলক বেশি পারিশ্রমিক দিয়েও পাওয়া যাচ্ছে না ধান কাটার শ্রমিক। ফলে বাধ্য হয়েই পরিবারের সদস্যদের নিয়ে ধান কাটতে হচ্ছে। ধান কাটার মৌসুমে সুনামগঞ্জ হবিগঞ্জ থেকে শ্রমিকেরা আসেন। কিন্তু এবার চাহিদার তুলনায় কম শ্রমিক আসায় দেখা দিয়েছে সংকট। অতিরিক্ত মজুরি দিয়েও শ্রমিকেরা সিডিউল দিতে পারছেন না।

উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের কৃষক নাসির উদ্দিন বলেন, ‘আমি ২০ বিঘা জমিতে আমন ধানের চাষ করেছি। মোটামুটি ভালোই ফলন হয়েছে৷ কিন্তু শ্রমিক সংকটের কারণে ধান কেটে ঘরে তুলতে পারছি না। নিজেরা যা পারছি কাটছি আর শ্রমিকের অপেক্ষায় আছি।’

এনামুল হক নামের এক কৃষক বলেন, ‘গতবছরও সুনামগঞ্জ ও হবিগঞ্জ থেকে অনেক শ্রমিকেরা এসেছিলেন। কিন্তু এবার চাহিদামত না আসায় সংকট দেখা দিয়েছে। আমি আমার ছোট ছোট ছেলেদের নিয়ে কষ্ট করে ধান কাটছি।’

জামাল উদ্দিন নামের একজন বলেন, ‘ ধান কাটার মানুষ না থাকায় মাঠেই আমার পাকা ধান ঝরছে। শ্রমিকেরা অতিরিক্ত মুল্য দাবি করছে৷ বিঘা প্রতি ২২ শত থেকে ২৩ শত টাকা দাবি করছেন তারা। গতবছরও যেখানে ১৬ শত ১৭ শত টাকা ছিলো।

বড়লেখা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এএসএম রাশেদুজ্জামান বিন হাফিজ বলেন, ‘এবছর বড়লেখায় ৮ হাজার ৯শত ৮৫ হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে। অধিকাংশ জমিতে ধান কাটা শেষের দিকে৷ ধান কাটার জন্য মেশিন রয়েছে তাই শ্রমিক সংকটের জন্য ধান মাঠে থাকার কথা না। কৃষকেরা ধান কাটার জন্য মেশিন ব্যবহার করতে পারে।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

বড়লেখায় শ্রমিক সংকটে মাঠেই ঝরছে পাকা ধান

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

১৭ বছরেও শেষ হয়নি স্বাস্থ্যকেন্দ্রের নির্মাণকাজ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জুনে সিলেট-ঢাকা রুটে ননস্টপ ট্রেন : সংসদীয় স্থায়ী কমিটির সভায় রেলমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সুষম খাদ্যের পাশাপাশি খাদ্য অপচয়রোধ ও কৃষিজ, মৎস্য খামারের দিকে নজর দিতে হবে : ইসমাঈল হোসেন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কেন্দ্রীয় ছাত্রলীগের নবনির্বাচিত কমিটিকে স্বাগত জানিয়ে সিলেট জেলা ছাত্রলীগের আনন্দ মিছিল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে ট্রাফিকের ডিসি আব্দুল ওয়াহাবকে লিগ্যাল রাইটস অর্গানাইজেশন’র সংবর্ধনা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

উত্তরসূরি পাওয়া গেলে টুইটারের সিইও পদ থেকে সরে দাঁড়াবেন মাস্ক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

১শ’টি সড়ক-মহাসড়ক জাতির জন্য বিজয়ের মাসের উপহার: প্রধানমন্ত্রী

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

পনিটুলা মহাপ্রভুর আখড়ায় হরিনাম সংকীর্ত্তন ২৫ ডিসেম্বর রবিবার শুরু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জন্মনিবন্ধনের লক্ষাধিক টাকা বকেয়া,সার্ভার বন্ধ,দূর্ভোগে জনগন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce