সিলেটের বালাগঞ্জে স্থানীয় করচার হাওরে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ জাল জব্দ করে সন্ধ্যায় জনসম্মুখে পুড়ানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজিনা আক্তার এর নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
সোমবার ১৭ অক্টোবর বিকেল থেকে সন্ধ্যা ৮.৩০ টা পর্যন্ত অভিযান পরিচালনা করে ২ লক্ষ টাকার অবৈধ বস্থাজাল, ম্যাজিক জাল, কারেন্ট জব্দ করে জনসম্মুখে পুড়ানো হয়। উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তার দপ্তরের বাস্তবায়নে বালাগঞ্জ ইউনিয়নের হাসামপুরের করচার হাওরে বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজিনার আক্তার এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। পরিচালনা কালে দুই লক্ষ টাকা মূল্যের অবৈধ বস্থাজাল, ম্যাজিক জাল, কারেন্ট জাল জব্দ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযান পরিচালনার সময় উপজেলা জ্যেষ্ঠ কর্মকর্তা নির্মল চন্দ্র বনিক ও বালাগঞ্জ থানার একদল পুলিশ সদস্য।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজিনা আক্তার বলেন, উপজেলা প্রশাসনের পাশের হাওরের ভিন্ন ভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে অবৈধ জাল গুলো ধরে আনা হয়। অবৈধ জাল গুলো ধরে নিয়ে আসা সময় হয়। অভিযান অব্যাহত থাকবে। এভাবে যদি কেউ অবৈধ জাল ফেলে মাছ ধরে। তাহলে তাঁদের শাস্তির আওতায় নিয়ে আসা হবে। সবাইকে অবৈধ জাল দিয়ে মাছ না ধরার আহবান জানান তিনি।