প্রেস বিজ্ঞপ্তি
অক্টোবর / ১৮ / ২০২২
সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ বলেছেন, শেখ রাসেলের মধ্যে নেতৃত্বের গুণাবলী পরিলক্ষিত হচ্ছিল। তার মধ্যে যেমনি ছিল দুরন্তপনা তেমনি ছিল বুদ্ধিমত্তা। মানুষকে ভালবাসতেন তিনি। বেঁচে থাকলে জাতি তাকে বঙ্গবন্ধুর আরেক যোগ্য উত্তরসূরি হিসেবে পেতো।
তিনি আরও বলেছেন, শেখ রাসেলের মধ্যে বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি দেখতে পেয়েছিল বলেই ঘাতকরা মাত্র ১১ বছর বয়সী এই সম্ভাবনাময় শিশুকে হত্যা করে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের জন্মবার্ষিকী ‘শেখ রাসেল দিবস’ উপলক্ষে সিলেট বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
মঙ্গলবার সকালে কবি নজরুল অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো মজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন রেঞ্জ ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম, সিলেট মহানগর পুলিশ কমিশনার মো নিশারুল আরিফ, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আওয়ামী লীগের মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত জেলা সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও মহানগর সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। জেলা সাংস্কৃতিক কর্মকর্তা অসিত বরণ দাশ গুপ্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন।
আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর পুলিশের উপকমিশনার, অতিরিক্ত ডিআইজি ফয়সল মাহমুদ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আনোয়ার সাদাত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো ইমরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তৌছিফ আহমদ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাঈদুর রহমনৎান ভূঞা প্রমুখ।
সভা শেষে জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এর আগে প্রথমই জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে বিভাগীয় ও জেলা পর্যায়ের সকল সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ পুষ্পাঞ্জলি অর্পণ করেন।
পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে বন্দর, জিন্দাবাজার ও চৌহাট্টা হয়ে রিকাবীবাজারে কবি নজরুল অডিটোরিয়ামে পৌঁছে শেষ হয়।