নিজস্ব প্রতিবেদক
মার্চ / ৩১ / ২০২৩
রোজভিউ মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিল বৃহস্পতিবার (৩০ মার্চ) রোজভিউ হোটেলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোজভিউ কমপ্লেক্সের চেয়ারম্যান, দোকান মালিক ব্যবসায়ী সমিতির উপদেষ্টা আহাদ উদ্দিন।
নবগঠিত কমিটির সভাপতি ইকরা ট্রেভেলস এর স্বত্বাধিকারী আব্দুল কাদির এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, দৈনিক পুণ্যভূমির সম্পাদক আবু তালেব মুরাদ এবং আটাব সিলেট অঞ্চলের চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান খান রেজওয়ান।
পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের পর অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, ন্যায্য অধিকার আন্দোলনে ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ থাকলে অবশ্যই কামিয়াব হওয়া যায়। বক্তারা আশা প্রকাশ করেন নতুন কমিটি আগামীতে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কাজ করে যাবেন। সমিতিকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের জন্য রোজভিউ হোটেলের চেয়ারম্যান আহাদ উদ্দিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
সমিতির সাধারণ সম্পাদক আবু জাফরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বর্তমান কমিটির সহ-সাধারণ সম্পাদক রাহেল আহমেদ।
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি মোহাম্মদ আবুল হাসনাত এবং সহ সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে ইফতার মাহফিলের আগে, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং নতুন কমিটির সদস্যদের ক্রেস্ট প্রদান করা হয়।
এখানে উল্লেখ্য আব্দুল কাদিরকে সভাপতি এবং আবু জাফরকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের ২০২৩-২৪ সালের জন্য কার্যকরী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্য হলেন-
সিনিয়র সহ-সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি বাহার উদ্দিন, সহ-সভাপতি মোহাম্মদ আবুল হাসানাত, সহ-সাধারণ সম্পাদক রাহেল আহমদ, সহ-সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন রশিদ সাগর, কোষাধ্যক্ষ আব্দুর রউফ, প্রচার সম্পাদক জয়নাল আহমেদ এবং সদস্য আজগর আলী।
এছাড়াও কমিটিতে উপদেষ্টা হিসেবে আছেন লতিফ টেভেলস এর অন্যতম পরিচালক জহিরুল কবির চৌধুরী শিরু ও রোজ ভিউ হোটেলের চেয়ারম্যান আহাদ উদ্দিন।