বিজ্ঞপ্তি
এপ্রিল / ২০ / ২০২৩
নগরীর খুলিয়াটুলা এলাকায় বৃহস্পতিবার (২০ এপ্রিল) খয়রুন্নেছা-বশির ফাউন্ডেশন ইউএসএ (ইনক) এর উদ্যেগে ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধান পৃষ্টপোষক, আমেরিকা প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা, শিক্ষানুরাগী, মানবতার ফেরিওয়ালা, দানবীর ফারুক মাহমুদ চৌধুরীর পক্ষ থেকে প্রায় শতাধিক দরিদ্র পরিবারের মধ্যে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন দৈনিক পুণ্যভূমি পত্রিকার সম্পাদক আবু তালেব মুরাদ। এলাকার বিশিষ্ট শালিসি ব্যাক্তিত্ব সৈয়দ মোহাম্মদ হাফিজ সাহেবের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, এই পরিবারটি একটি দানশীল পরিবার। তাদের দানশীলতা ও মানুষের বিপদে-আপদে সহযোগীতার কথা এলাকাবাসী সবসময় কৃতজ্ঞচিত্তে স্মরণ করে। বিশেষ করে ফারুক মাহমুদ চৌধুরীর সাম্যবাদী, মানবতাবাদী ও জনদরদী চারিত্রিক বৈশিষ্ট্যের প্রশংসা করে বক্তরা বলেন, মানবতার কল্যাণে, মানুষের প্রয়োজনে তিনি যেভাবে সবার পাশে দাঁড়ান, সহযোগীতার হাত বাড়ান, তাঁর এই দানশীলতা, উদারতা ও মানবিকতা তাঁকে অন্য সবার চেয়ে আলাদা করেছে। আগামীতেও যেন ধারাটি অব্যাহত থাকে।
ফারুক মাহমুদ চৌধুরী তাঁর বক্তব্যে উল্লেখ করেন-যারা দিনমজুর,অসহায় দরিদ্র তারা পরিবার নিয়ে এই ঈদের দিনটি যেন স্বাছন্দ্যে কাটাতে পারে সেজন্য আমাদের আজকের এই প্রয়াস। তিনি বলেন খোঁজ নিলে দেখা যাবে অনেকের ঘর বাজারসদাই শূন্য। কোথা থেকে ঈদের দিনের খাবারের ব্যবস্থা হবে তা তারা নিজেরাও জানে না।আমরা অসহায় মানুষকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে থাকি।উক্ত ফাউন্ডেশনের কার্যক্রম চলমান থাকবে বলে আশাবাদ ব্যাক্ত করেন তিনি।
শেষ পর্যায়ে ফারুক মাহমুদ চৌধুরীর নেক হায়াত, দীর্ঘায়ু ও পরিবারের মরহুম সদস্যবৃন্দের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন শেখ নাসির আলী (রঃ) জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুস শাকুর। বিশেষ অতিথি হিসেবে এতে আরোও উপস্হিত ছিলেন সাবেক কাউন্সিলর ওলিউর রহমান সোহেল, হাজারী গ্রুপ ওয়েলফেয়ার সোসাইটি সিলেটের চেয়ারম্যান শামছুজ্জামান কবির, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আলী আশরাফ সুহেল, মসজিদ কমিটির কোষাধ্যক্ষ ফরহাদ মিয়া প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবির খান।