ভারত গমন উপলক্ষে বঙ্গবন্ধু লেখক পরিষদ সিলেট জেলা শাখা
কর্তৃক কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী সংবর্ধিত হয়েছেন। আজ ০৯ ডিসেম্বর ২০২২ সকাল
১০ টায় সিলেট হাসনরাজা মিউজিয়ামে
তাকে সংবর্ধনা
জানানো হয়। সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলার মুখের
সম্পাদক কবি নিপু মল্লিক। পরিষদের সভাপতি গীতিকবি উত্তম কুমার চৌধুরীর
সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গল্পকার শহিদুল ইসলাম লিটন'র সঞ্চালনায়
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেঠোসুর সম্পাদক বিমান তালুকদার, বাউলশিল্পী
লাল শাহ, ঢাকা থেকে আগত কবি রঞ্জিত রাজীব ও কবি দিপংকর মারডুক। বক্তব্য
রাখেন হাসনরাজা মিউজিয়াম'র প্রতিনিধি জাহাঙ্গীর আহমেদ, কবি অনির্বাণ দে,
বাহা উদ্দিন বাহার প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে বিজয়ের
মাস হিসেবে ৩০ লক্ষ শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট
নীরবতা পালন করা হয় এবং কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী সম্পাদিত 'বিজয়ের
পঙক্তিমালা'র মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ।