শাবি প্রতিনিধি
নভেম্বর / ১১ / ২০২২
৫ মাসের শিশুকে বাঁচাতে দুই দিনব্যাপী পিঠা উৎসবের আয়োজন করেছে শাহজালাল
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম স্বেচ্ছাসেবী
সংগঠন ‘স্বপ্নোত্থান’।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় সংগঠনের সহকারী প্রচার সম্পাদক নাফিস আহমেদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি
বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই স্বপ্নোত্থান অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের
জন্য কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ৫ মাসের শিশু তানভীরকে বাঁচাতে ১১ ও
১২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি বিল্ডিয়ের সম্মুখে 'স্বপ্নোত্থান
চ্যারিটি পিঠা উৎসব’র আয়োজন করেছে সংগঠনের স্বেচ্ছাসেবীরা। এর পাশাপাশি এই
আয়োজনে থাকবে হস্তশিল্প ও গেইমিং জোন।
স্বপ্নোত্থানের সভাপতি ধীমান
দাস দিব্য বলেন, ‘আমরা শুরু থেকেই কাজ করছি বাচ্চাদের জন্য, এরই
ধারাবাহিকতায় আমরা এবার আমরা আয়োজন করছি এই পিঠা উৎসব। আগামী শুক্রবার ও
শনিবার তানভীরের চিকিৎসার অর্থ সংগ্রহের জন্য পিঠা উৎসব আয়োজিত হবে। এই
অনুষ্ঠানে সকলে সবান্ধবে আমন্ত্রিত।’
উল্লেখ্য, জন্মগতভাবে পায়ুপথ
না থাকায় দুইবার সার্জারির পরও সুস্থতা লাভ করেনি পাঁচ মাসের শিশু তানভীর।
তার সুস্থতার জন্য তৃতীয় সার্জারি প্রয়োজন। স্বপ্নোত্থানের এই আয়োজনের
লভ্যাংশ দিয়ে স্বপ্নোত্থান পাশে দাঁড়াবে তানভীরের।