বিজ্ঞপ্তি
নভেম্বর / ০৯ / ২০২২
সিলেট জেলা হিউম্যান হলার চালক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এক জরুরী সভা
অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা আড়াইটায় সমবায় ভবনস্থ কার্যালয়ে এই জরুরী
সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা বলেন, কোন অপশক্তিই আমাদের সংগঠনের
সুনাম বিনষ্ট করতে পারবে না। একটি চক্র আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে ও
সংগঠনের সুনাম নষ্ট করতে মিথ্যা মামলার আশ্রয় নিয়েছে। কিন্ত তাদের এহেন
মিথ্যা মামলা সংগঠনের জেলা কমিটির নেতৃবৃন্দকে দমিয়ে রাখতে পারেনি। তারা
বীরের বেশে মুক্ত হয়েছেন। তারা বলেন, যে বা যারা এ ধরনের দুস্কৃতিকারী
তাদের বিরুদ্ধে দূর্বার গণআন্দোলন গড়ে তোলতে হবে। বক্তারা সবাইকে ঐক্যবদ্ধ
হয়ে এসব চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাড়ানোর আহ্বান জানান।
কেন্দ্র
কার্যকরী কমিটির সভাপতি হাজ্বী রুনু মিয়া মঈন এর সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ
শেখ আরিফ আহমদ এর পরিচালনায় সভায় আরও উপস্তিত ছিলেন কেন্দ্র কমিটির
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইনছান আলী, সদস্য সৈয়দ মখদ্দছ আলী, সদস্য
আব্দুল হক, শাহাব উদ্দিন সাবু,তামাবিল শাখার মোঃ ফয়ছল আহমদ, রুম্মান আহমদ,
সাইদুর রহমান বাকের, আব্দুল নূর, কোটপয়েন্ট শাখার সভাপতি শফিক আহমদ,
সম্পাদক মোঃ ওসমান গনি, সহ সভাপতি মোঃ সিরাজ উদ্দিন, কোষাধ্যক্ষ আনিছ আহমদ,
সদস্য কয়েছ আহমেদ, মোগলাবাজার শাখার সভাপতি শাহিদ আহমদ, হেতিমগঞ্জ শাখার
সভাপতি লুকই মিয়া, সম্পাদক খালেদ আহমদ প্রমুখ।