"শিক্ষকদের কল্যাণে শুধু শিক্ষা নয় সমাজে পরিবর্তন আসে" : অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ

বিজ্ঞপ্তি

অক্টোবর / ২৮ / ২০২২

"শিক্ষকদের কল্যাণে শুধু শিক্ষা নয় সমাজে পরিবর্তন আসে" : অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ
ad-spce

সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ বলেন "শিক্ষকদের হাত ধরে শুধু শিক্ষা নয়, সমাজের পরিবর্তন সূচিত হয়।" তিনি আরো বলেন, "শিক্ষা হোক গুণগত ও মানগতের সংমিশ্রণ, তাইলেই সমাজ তথা রাষ্ট্রের প্রকৃত উন্নতি সম্ভব। এছাড়াও তিনি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে আসন্ন পরীক্ষার বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) স্কলার্সহোম মেজরটিলা কলেজে এইচএসসি-২০২২ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হকের সভাপতিত্বে ও একাদশ শ্রেণির শিক্ষার্থী প্রত্যয় ও অদ্রি'র যৌথ পরিচালনায় এইচএসসি-২০২২ এর বিদায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাফিজ মজুমদার ট্রাস্টের যুগ্ম সচিব খাইরুল আলম শিক্ষার্থীদের মূল্যবান দিকনির্দেশনা দেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রভাষক মীর হোসাইন সরকার। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী  ইশরাক ও মৌমিতা এবং বক্তব্য রাখেন সাকিব ও স্পৃহা। বিদায়ীদের পক্ষ থেকে বক্তব্য দেন এইচএসসি-২২ ব্যাচের শিক্ষার্থী তালহা ও  আঁখি। পরিশেষে ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক মোক্তার হোসেনের দোয়া মাহফিল পরিচালনার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
এছাড়াও  সকাল সাড়ে ৯টায় কলেজে শিক্ষক দিবস পালন করা হয়। বাংলা বিভাগের প্রভাষক শাহাব উদ্দিন আহমেদের উপস্থাপনায় শিক্ষক দিবসের কার্যক্রম আনুষ্ঠানিক শুরু হয়। “শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু’’ প্রতিপাদ্যকে কেন্দ্র করে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজ ইনচার্জ প্রভাষক রাজন সরকার।
শিক্ষার্থীদের মধ্য থেকে অনুভূতি ব্যক্ত করেন ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী অনিন্দ্রিতা, সপ্তম শ্রেণির শিক্ষার্থী তাহিয়া, অষ্টম শ্রেণির শিক্ষার্থী নুজহাত, নবম শ্রেণির শিক্ষার্থী ইফতেখার ও মারিহা হক চৌধুরী, একাদশ শ্রেণির শিক্ষার্থী ফেরদৌসী জাহান। শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য দেন জীববিজ্ঞান বিভাগের প্রধান প্রভাষক নিজাম উদ্দিন আহমেদ। শিক্ষক দিবসে শিক্ষার্থীরা কেক কেটে, চকলেট উপহার, কার্ড-ফেস্টুন লিখে, নানামুখী আয়োজনে শিক্ষকদের শুভেচ্ছা জানান।
প্রধান অতিথির বক্তব্যে কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেন, "শিক্ষক সম্প্রদায় পরিবর্তন, ন্যায়ানুগ ও প্রশিক্ষিত সমাজ গঠনের রূপকার। যদি শিক্ষক না থাকেন, একটি জাতি নিঃশেষ হয়ে যেতে পারে। দেশকে এগিয়ে নিতে, উন্নত ও সমৃদ্ধ করতে শিক্ষকের বিকল্প নেই। তিনি আরো বলেন, "শিক্ষক সম্প্রদায় সমাজের প্রাগ্রসর আলোকবর্তিকা।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

"শিক্ষকদের কল্যাণে শুধু শিক্ষা নয় সমাজে পরিবর্তন আসে" : অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

হাইড্রোলিক হর্ন বন্ধে সবাইকে এগিয়ে আসতে হবে: পরিবেশ মন্ত্রী মো. শাহাব উদ্দিন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

আদর্শ মানুষ গঠনে রাসূলুল্লাহ সাঃ এর আদর্শ অনুসরণ করতে হবে

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জাতীয় শিক্ষক দিবসে সরকারি অগ্রগ্রামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে আলোচনা সভা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জগন্নাথপুরে শিক্ষক দিবস পালন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বেগম জিয়ার মুক্তি ও হারানো গণতন্ত্র পুনরুদ্ধারে যুবদলকে রাজপথে থাকতে হবে: মুক্তাদির

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের সৈয়দপুর উপজেলা পরিষদের সংবর্ধনা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দক্ষিণ সুরমায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বৈশ্বিক গ্যাস ও বিদ্যুতের বিপর্যয় থেকে হেফাজতের জন্য মসজিদ সহ বিভিন্ন উপাসনালয়ে বিশেষ দোয়ার আহবান: গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সুরমা নদীতে সেতু না থাকায় ভোগান্তিতে বাঘা ইউনিয়নের লক্ষাধিক মানুষ!

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce