পুলিশ কর্মকর্তার ছেলেকে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা, ৩ কনস্টেবল বরখাস্ত

পুণ্যভূমি ডেস্ক

ডিসেম্বর / ০১ / ২০২২

পুলিশ কর্মকর্তার ছেলেকে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা, ৩ কনস্টেবল বরখাস্ত
ad-spce

সিলেটে পুলিশের এক কর্মকর্তার ছেলেকে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগ তদন্তে প্রমাণ হওয়ায় ৩ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত তিন কনস্টেবল হলেন- সিলেট মহানগর পুলিশে কর্মরত মো. ঝুনু হোসেন জয় (বিপি-০১২০২৩৬৪২৪), ইমরান মিয়া (বিপি-০১২০২৩৫৫৪৭) ও মোহাম্মদ আব্দুল্লাহ (বিপি-০০২০২৩০৯৯৯)।
বৃহস্পতিবার এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) সুদীপ দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৪ নভেম্বর ভোক্তভোগী কলেজছাত্র এ বিষয়ে অভিযোগ করেছেন। এরপর ঘটনাটি তদন্তে প্রমাণিত হওয়ায় ৩ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইন্সে যুক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
তবে ইয়াবা রাখার ঘটনায় মামলা হবে কিনা এ বিষয়ে তিনি বলেন, ওই কনস্টেবলরা ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা করেছে, নাকি ইয়াবা বলে চিৎকার করেছে, বিষয়টি তদন্ত কর্মকর্তার প্রতিবেদন না দেখে কিছুই বলতে পারছেন না।
জানা গেছে, শহরতলির মেজরটিলা এলাকার বাসিন্দা পুলিশ সদর দফতরের পিআইও শাখায় কর্মরত পুলিশ পরিদর্শক আবু সায়েদের ছেলে সাইফুর রহমান আসাদ (১৮) গত ১৩ অক্টোবর অনলাইনে নিজের পুরনো একটি মোবাইল ফোন ১৬ হাজার টাকায় বিক্রি করেন। বিক্রিত মোবাইল ফোনের টাকা নিতে ওইদিন সন্ধ্যায় এক বন্ধুকে সঙ্গে নিয়ে নগরীর বন্দরবাজার এলাকায় যান। টাকা নিয়ে তারা দুজন শাহজালাল (রহ.) মাজার এলাকায় যান। সেখানে যাওয়ার কিছুক্ষণ পর তিন পুলিশ সদস্য এসে আসাদ ও তার বন্ধুকে ঝাপটে ধরে তাদের সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ইয়াবা পেয়েছেন দাবি করেন।
তাৎক্ষণিক ঘটনার প্রতিবাদ করেন সাইফুর রহমান আসাদ ও তার বন্ধু। তিনি পুলিশে কর্মরত তার বাবার পরিচয়ও দেন। বিষয়টি তিনি তার বাবাকেও জানান। খবর পেয়ে শাহপরান থানায় কর্মরত এসআই জামাল ভুঁইয়া ঘটনাস্থলে যান। তিনি আসাদ ও তার বন্ধুকে নগরের কোতোয়ালী থানায় নিয়ে যান। সেখানে মুচলেকা রেখে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।
তবে ওই কলেজছাত্রকে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা ও টাকা হাতিয়ে নেওয়ার ঘটনার অভিযোগ করেন।
বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছেও পৌঁছায়। এর পরিপ্রেক্ষিতে এসএমপি পুলিশ লাইনের এডিসি (ফোর্স) সালেহ আহমদকে ঘটনাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়।
তিনি গত ২৪ নভেম্বর প্রতিবেদন দাখিল করেন। ওই প্রতিবেদনে (স্মারক এসএমপি-১৬০ /এডিসি (ফোর্স) তিন কনস্টেবলের অপরাধ প্রমাণিত হলে তাদেরকে বরখাস্ত করা হয়।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

পুলিশ কর্মকর্তার ছেলেকে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা, ৩ কনস্টেবল বরখাস্ত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

অধ্যাদেশ জারি, তেল গ্যাস বিদ্যুতের দাম বাড়াতে-কমাতে পারবে সরকারও

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

যুক্তরাজ্যে বাংলাদেশের নারী শিক্ষার্থীদের ভিসা বাড়ানোর আহ্বান 

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ধর্মপাশায় বিশ কেজি গাজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নির্বাচনী ট্রাইব্যুনালে মামলায় বিবাধীদের সমনজারি করেছে আদালত

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে বিশ্ব এইডস দিবসে সিভিল সার্জন কার্যালয়ের র‌্যালি ও আলোচনা সভা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

শেখ হাসিনার কর্মী হয়ে আপনাদের ভালবাসা নিয়ে কাজ করতে চাই : ডা. আরমান আহমদ শিপলু

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

সিবিএ নির্ধারণী নির্বাচনে জালালাবাদ গ্যাস কর্মচারী লীগের নিরঙ্কুশ জয় লাভ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

নতুন জাতের ধান বীজ বিতরণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্বনাথ পৌরসভার নবনির্বাচিত মেয়র কাউন্সিলরদের শপথ গ্রহণ 

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce