বিনোদন ডেস্ক
অক্টোবর / ১৯ / ২০২২
অভিনেত্রী উর্বশী রাওতেলা। ঠিক কী করতে চাইছেন সেটাই এখন মাথায় ঢুকছে না কারোর। এই কখনো একমাথা সিঁদুরে ছবি দিচ্ছেন তো কখনো আবার জানাচ্ছেন করবা চৌথের শুভেচ্ছা। ঋষভের জন্যই নাকি সাত সমুদ্র পার করে অস্ট্রেলিয়া পৌঁছেছেন তিনি। টি-২০ বিশ্বকাপের জন্য ভারতীয় ক্রিকেট দলও আপাতত সেখানেই রয়েছে! রয়েছেন ঋষভও। আর উর্বশীও নিজের একটা ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘হৃদয়ের পিছু নিলাম আর সেটা আমাকে অস্ট্রেলিয়া পৌঁছে দিল’।
ব্যস আর কী, দুইয়ে দুইয়ে চার করতে কারোরই কোনো অসুবিধে হয়নি। তবে জনগণের একটা অংশ চটেছেন উর্বশীর ওপরেই। তাদের দাবি হাতে কাজ না থাকায় খবরে থাকতে এসব করছেন তিনি। আর যার প্রভাব পড়ছে ঋষভের খেলায়। বারবার যেচে পড়ে তিনি ঋষভকে বিরক্তও করছেন। এদিকে ঋষভ পন্ত ইস্যুতে নিজেকে ইরানের মাহশা আমিনির সঙ্গে তুলনা করল উর্বশী। আর এতে চটল ভারতীয়রাও। ঋষভ পন্তকে নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়া ব্যাপক ট্রোলের শিকার হয়েছেন উর্বশী। পন্তকে ইচ্ছাকৃতভাবে হেনস্তা করছেন অভিনেত্রী, এমন অভিযোগও উঠেছে।
এই সবের মাঝেই মাহশা আমিনির সঙ্গে নিজের তুলনা টেনে উর্বশী লিখেছিলেন, ‘প্রথমে ইরানে মাহশা আমিনি আর এখন ভারতে ওরা আমাকে কটাক্ষ করে স্টকার বলছে। কেউ আমার জন্য ভাবে না বা আমার হয়ে কথা বলে না। একজন শক্ত মহিলা সবসময়ই গভীরভাবে চিন্তা করে আর উগ্রভাবে ভালোবাসে। তার চোখের জল, তার হাসির মতোই বাধ ভাঙে। সে যেরকম নরম হয় তেমনই শক্তিশালী। যেমন আধ্যাত্মিক তেমনই বাস্তববাদী। গোটা বিশ্বের কাছেই সে একটা উপহার।’ এর মধ্যে ইরানের হিজাববিরোধী আন্দোলনে শামিল বলিকন্যা।
নিজের চুল কেটে প্রতীকী প্রতিবাদ নায়িকার, যদিও চুল কাটার কথাই বিশ্বাস হচ্ছে না অনেকের। ইরানের মেয়েদের পাশে দাঁড়িয়ে মাথার চুল কেটে ফেললেন নায়িকা। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় দেয়া ফলাও করে শেয়ার করেছেন অভিনেত্রী। পাশাপাশি ইনস্টাগ্রামে এক দীর্ঘ বিবৃতি পোস্ট করে ইরানে জারি আন্দোলন, নারীবাদ এবং অঙ্কিতা ভা-ারির মৃত্যু নিয়েও কথা বললেন উর্বশী। নীলরঙা কুর্তা পরে মাটিতে পা মুড়ে বসে চুল কাটতে দেখা গেল অভিনেত্রীকে। ক্যামেরার দিকে উল্টো পিঠ করে বসে আছেন তিনি। কাঁচি হাতে নিয়ে নাপিত তার চুল কাটতে চলেছেন, এমন ছবি ধরা পড়েছে।
হিজাব দিয়ে পুরো চুল ঢাকেনি। কেবল এই কারণে নীতি পুলিশরা ইরানের মাহশাকে থানায় নিয়ে যায়, এরপর পুলিশের অত্যাচারে মৃত্যু হয় ২২ বছরের মাহশার এমন অভিযোগ রয়েছে। মাহশার মৃত্যুর ঘটনার পরেই প্রতিবাদে গর্জে ওঠেন ইরানের মহিলারা। প্রশাসনের কড়া বলপ্রয়োগের ফলেও থামানো যাচ্ছে না বিক্ষোভ। বরং মাহশার পাশে দাঁড়াতে বিশ্বের নানান প্রান্তের মেয়েরা চুল কেটে সমর্থন জানাচ্ছে ইরানী মহিলাদের, এবার তালিকায় জুড়ে গেল উর্বশীর নাম।
উর্বশী ইনস্টাগ্রামে লেখেন, ‘চুল কাটলাম! নীতিপুলিশদের হাতে মাহশা আমিনির মৃত্যুর প্রতিবাদ করতে গিয়ে জীবনের বলি দিতে হয়েছে ইরানের যে সব মেয়ের, তাদের সমর্থনে আমি চুল কেটে ফেললাম। পাশাপাশি উত্তরাখ-ের ১৯ বছরের মেয়ে অঙ্কিতা ভা-ারির জন্য মেয়েদের সম্মান করুন। উর্বশীর এই পোস্ট ঘিরে আলোচনার ঝড় সোশ্যাল মিডিয়ায়। অনেকে তো বিশ্বাসই করতে চাইছেন না উর্বশী আসলেই চুল কেটেছেন, সবটাই ‘পাবলিসিটি স্টান্ট’ বলে ধারণা অধিকাংশের। তাদের দাবি, ‘কাঁচি ছোঁয়ালেই বুঝি চুল কাটা হয়ে যায়?’ বাকিদের প্রশ্ন, ‘ভারতের মেয়েদের জন্য কী করেছ?’ অনেকে তো ঋষভ পন্তের নাম নিয়ে মশকরা করেছেন কমেন্ট সেকশনে।