মুক্তিযুদ্ধের সংগঠক ও প্রবাসীর জমি দখলের চেষ্টাকারীকে গ্রেপ্তারের দাবি

বিজ্ঞপ্তি

নভেম্বর / ১৭ / ২০২২

মুক্তিযুদ্ধের সংগঠক ও প্রবাসীর জমি দখলের চেষ্টাকারীকে গ্রেপ্তারের দাবি
ad-spce

যুক্তরাজ্য প্রবাসী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক লতিবুর রহমানের দলিল জালিয়াতির মাধ্যমে বাড়ির জায়গা দখল চেষ্টার অভিযোগ উঠেছে। লতিবুর রহমান সিলেট সিটি করপোরেশনের দক্ষিণ সুরমার বারখলা গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে। বুধবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তার পক্ষে এ অভিযোগ করেন লতিবুর রহমানে নাতি ইজাজুর রহমান কাফি।
লিখিত বক্তব্যে ইজাজুর রহমান কাফি বলেন, লতিবুর রহমানের বড় ভাই বজলুর রহমানের ছেলে সাবের রহমান তাঁর জায়গা জমি দেখাশোনা করতেন। তিনি প্রায়ই তাঁর কাছ থেকে কারণে অকারণে টাকা আদায় করতেন। বিভিন্ন সময়ে ভাতিজা সাবেরসহ তার পরিবারকে প্রায় কোটি টাকা সহায়তা করেছেন লতিবুর। সম্প্রতি লতিবুর রহমানকে ফোন করে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন সাবের। তিনি টাকা দিতে অস্বীকার করেন। এতে ক্ষিপ্ত হয়ে সাবের রহমান লতিবুর রহমানের জন্মনিবন্ধন, ভোটার আইডি কার্ড, পাসপোর্টের নাম্বার ইত্যাদি জাল কাগজপত্রের মাধ্যমে আমমোক্তারনামা তৈরি করে দক্ষিণ সুরমা মমিনখলা মৌজার বিভিন্ন দাগের ৭৩ শতক ২৮ পয়েন্ট জমি সাবের রহমানকে দাতা সাজিয়ে সবুজ আহমদ নিজের নামে সম্পাদন করেন। সবুজের মূল বাড়ি লাউয়াই উম্মরকুল গ্রামে। বারখলা তার শ্বশুড়বাড়ি। দলিলে তার ভগ্নিপতির নাম আব্দুল খালিক বলে উল্লেখ করলেও তার আসল নাম মো. লিলু মিয়া।
এ সময় ভ‚মি কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ করে তিনি আরও বলেন, তারা ২০১৯ সালের ১৭ জানুয়ারি সিলেট সদর ভ‚মি অফিস ৪৭২নং জাল আমমোক্তারনামা তৈরি করে এই ৭৫ শতক ভ‚মি পৃথক নামজারি করে নেয়। এ অফিসের সহকারি ভ‚মি কমিশনার আশিক মাহমুদ সার্ভেয়ার ও তহশিলদার বড় অংকের ঘুষের বিনিময়ে জাল আমমোক্তারনামা দিয়ে ২৬৫০/২০১৯ দলিলের মাধ্যমে ১৬৬২ খতিয়ানের ৩০২ দাগে ১৬ শতক, ৭৭৯৯৫/১৯ দলিল মূলে ৯ শতকসহ মোট ২৫ শতক ভ‚মি একই কমিশনার জাল নামজারি করে দেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এসব জালিয়াতির খবর পেয়ে লতিবুর রহমানের ছোটো ভাই মুহিবুর রহমান দেশে এসে ২০২১ সালের ১৮ ফেব্রুয়ারি  সাবের রহমান ও তার ভাই মহশিন রহমান, লোকমান মিয়ার ছেলে সাহেদ আহমেদ, সিলেট সাবরেজিস্ট্রার অফিসের দলিল লেখক নিজামুল ইসলাম, রাশেদুজ্জামান আখতার, কয়েছ আহমদ, সবুজের ভাগ্না দলিলের স্বাক্ষি জনি, ভার্থখলা স্বর্ণালী ৩২ এর ময়নুল ইসলামের ছেলে শামীম আহমদ, লাউয়াই উম্মরকুল গ্রামের সবুজ আহমদ, ভার্থখলার শামিম আহমদের ছেলে রাজনসহ মোট ২৩ জনকে আসামি করে সিলেটের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা ( নং সিআর ১৭২/২০২১) দায়ের করেন। মামলাটি পিবিআই তদন্ত করে এবং সাবের রহমান, সবুজ আহমদ, নিজামুল ইসলামসহ মোট ৬জনের বিরুদ্ধে জালিয়াতি প্রমাণ হয়ে বলে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন সংশ্লিষ্ট কর্মকর্তা। তবে রিপোর্টে অধিকাংশ আসামিকে বাদ দেয়ায় আমরা নারাজি দাখিল করি।
লিখিত বক্তব্যে কাফি আরও বলেন, এরপর কোতোয়ালি থানার দুলাল নামের একজন দারোগাকে নিয়ে সবুজ আহমদ ও তার ভাড়াটিয়া লোকজন আমাদের প্রায়ই প্রাণে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। তারা যেকোন সময় আমাদের হত্যা করতে পারে বলে আমাদের আশাঙ্কা। সবুজ আহমদ যেকোন সময় ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে জমি দখল করতে পারে এমন আশঙ্কায় লতিবুর রহমান দেশে এসে দক্ষিণ সুরমা থানায় বিবিধ মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত করে জালিয়াতির প্রমাণ পেয়ে যখন তখন খুনের ঘটনা আশঙ্কা প্রকাশ করে এডিএম আদালতে প্রতিকার চেয়ে প্রতিবেদন দাখিল করেন। লতিবুর রহমানের ভাতিজা সাবের ৪২৭/২০১৯ দলিলের দলিল দাতা হলেও গত ২০ সেপ্টেম্বর নোটারি পাবলিকের মাধ্যমে হফলনামায় সবুজ আহমদের নামে ৪৭২/২০১৯ দলিলটি সম্পাদন করেননি বলে এফিডেভিট করেন। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে সবুজ আহমদ সিলেট সদরের সহকারি ভ‚মি কমিশনার আশিক মাহমুদ ও সার্ভেয়ার-তহশিলদার, দলিল লেখক নিজামুল ইসলাম রাশেদুজ্জামানসহ অন্যান্যরা লতিবুর রমানের ভ‚মি দখলে প্রস্তুত।
সংবাদ সম্মেলনে তিনি জালিয়াত চক্রটিকে গ্রেফতার করে তাদের মুখোশ উন্মোচনের দাবি জানিয়ে এ ব্যাপারে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপিসহ সিলেটের প্রশাসনের কাছে ন্যায় বিচারের দাবি জানিয়েছেন।

ad-spce

সিলেট

ad-spce

সর্বশেষ আপডেট

মুক্তিযুদ্ধের সংগঠক ও প্রবাসীর জমি দখলের চেষ্টাকারীকে গ্রেপ্তারের দাবি

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্বনাথ উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা বিকাশ কান্তি দাসের অবসর জনিত বিদায় সংবর্ধনা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

কোম্পানীগঞ্জে দুদকের শিক্ষা উপকরণ বিতরণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

তাহিরপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

তাহিরপুর সাংবাদিকদের সাথে ইউএনওর মতবিনিময়

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ছাতক আওয়ামী লীগের দূর্দিনের ত্যাগী নেতা আফজাল হোসেন

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সব সময় মানুষের পাশে থাকে: বিভাগীয় কমিশনার

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

বিশ্বনাথ উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা বিকাশ কান্তি দাসের অবসর জনিত বিদায় সংবর্ধনা

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

গোয়াইনঘাটে সরিষা চাষীদের মধ্যে বীজ সার ও পাওয়ার টিলার বিতরণ

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক পদে সাংবাদিক ইমরানের নমিনেশন দাখিল

জুলাই / ০৬ / ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান

ad-spce