বিজ্ঞপ্তি
ডিসেম্বর / ১৬ / ২০২২
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ও একই সাথে ডায়নামিক সোশ্যাল কমিউনিটির ২য় প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর রাশেদ আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন ডায়নামিক সোশ্যাল কমিউনিটি সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে তা নিজে লক্ষ করে এসেছি। তিনি আরও বলেন ডায়নামিক সোশ্যাল কমিউনিটিকে দেখে তরুনদের অনেক কিছু শিখার রয়েছে এবং তাদের দেখে যেন বর্তমান সমাজ এগিয়ে আসে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীন ফুড প্রডাক্ট চেয়ারম্যান ও এমডি আব্দুল ওয়াদুদ মিলন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রাজিবুল ইসলাম।
স্বাগত বক্তব্য প্রদানে রুম্মান আহমদ। এক্সিকিউটিভ মেম্বারদের মধ্যে বক্তব্য দেন শাহ মো: হোসাইন উদ্দিন ও মুমিনুল রাসেল।
সংগীত পরিবেশনায় ছিলেন জাকির আহমদ ও আল আমিন। সমাপনি বক্তব্যে ডায়নামিক সোশ্যাল কমিউনিটির সভাপতি আবু মারজান তৌফিক সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন আজকের এই মহান বিজয় দিবসের ব্যস্ততম দিনে সময় দেয়ার জন্য আপনাদের কে আন্তরিক ভাবে ধন্যবাদ।