সরকারের ডিজিটাল উদ্ভাবনী কার্যক্রম সমূহ তৃণমূল পর্যায়ে
তুলে ধরার জন্য মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় বুধবার (৯ নভেম্বর)
দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রেস ব্রিফিং করেছেন উপজেলা উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা।
প্রেস
ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী অফিসার জানান, উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠেয়
উদ্ভাবনী মেলায় বিভিন্ন বিষয়ে ৪টি প্যাভিলিয়নে ২৪ টি স্টল থাকবে। এ
প্যাভিলিয়নগুলোতে উদ্ভাবনী উদ্যোগ ও স্টার্টআপ, ডিজিটাল সেবা, হাতের মুঠোয়
সেবা (ডিজিটাল সেন্টার, পোস্ট-ই সেন্টার, ই-কমার্স, আর্থিক সেবা প্রদান
প্রতিষ্ঠানসমূহ), শিক্ষা, দক্ষতা ও উন্নয়ন এবং কর্মসংস্থান বিষয়ে উপস্থাপন
করা হবে।
এ ছাড়া মেলায়
থাকছে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনলাইন কুইজ প্রতিযোগিতার নিবন্ধন।
দিনব্যাপী মেলা শেষে বিভিন্ন প্রতিযোগিদের মধ্য হতে তিন ক্যাটাগরিতে
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হিসেবে মূল্যায়ন করা হবে বলেও জানান উপজেলা
নিবার্হী অফিসার।
এ সময়
উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, উপজেলা প্রকল্প
বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনসুর আলী, একাডেমিক সুপারভাইজার মোঃ আলাউদ্দিন।