নিজস্ব প্রতিবেদক
অক্টোবর / ১৮ / ২০২২
নিজস্ব প্রতিবেদক: সোমবার (১৭ অক্টোবর) সিলেটসহ দেশের বেশ কয়েকটি জেলায় অনুষ্ঠিত হলো জেলা পরিষদ নির্বাচন।উক্ত নির্বাচন পরবর্তী লন্ডন থেকে এক শুভেচ্ছা বার্তায় দৈনিক পুণ্যভূমি'র প্রকাশক,সুবিধাবঞ্চিত মানুষের কান্ডারি,শিক্ষানুরাগী, সমাজসেবী ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী বলেন সোমবার সিলেটসহ দেশের বেশ কয়েকটি জেলায় অনুষ্ঠিত হল স্থানীয় সরকারের অন্যতম শক্তিশালী প্রতিষ্ঠান জেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনে জনগণের ইচ্ছার প্রতিফলনে, নির্বাচিত জনপ্রতিনিধিত্ব যারা নিশ্চিত করলেন তাদেরকে জানাই প্রাণঢালা অভিনন্দন। তিনি বিজয়ীদের উদ্দেশে বলেন,আপনারা দেশ প্রেম ও জণগণের কল্যাণের কথা চিন্তা করে রাষ্ট্রের ভিত্তিকে আরও মজবুত করে তুলবেন বলে আমার বিশ্বাস।
ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিগণের দায়বদ্ধতা থাকে জনগণের প্রতি কেননা তাদের মুল্যবান ভোটে আপনারা নির্বাচিত হয়েছেন।
তিনি বলেন যারা বিজয়ী হয়েছেন এবং যারা বিজয়ী হতে পারেননি তাদের সকলেই একটি ঐতিহাসিক কর্মযজ্ঞের অংশ হয়ে রইলেন। প্রতিদ্বন্দ্বি সকলের সক্রিয় অংশগ্রহণের ফলেই আমরা পাচ্ছি একটি নির্বাচিত পরিষদ। তাই এখানে জয়-পরাজয় সবকিছু পিছনে ফেলে আমরা শুধুই আশাবাদী হতে চাই। জয়ের উচ্ছাস যাতে পারিপার্শ্বিককে বিঘ্নিত না করে সেটি নিশ্চিত করার দায়িত্ব বিজয়ীদের।
বিজয়ী চেয়ারম্যান ও সদস্যবৃন্দকে আমি এবং আমার পুণ্যভূমি পরিবারের পক্ষ থেকে আবারও জানাই অভিনন্দন ও শুভকামনা ।
ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী, ভাল কাজে সহযোদ্ধা হিসাবে তাঁকে পাওয়ার আশাবাদ ব্যাক্ত করেন।