সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক ডাঃ
বদিউল আলম মজুমদার বলেছেন,তত্ত্বাবদায়ক সরকার ছাড়া নিরপেক্ষ নির্বাচন সম্ভব
নয়।কোনো দলীয় সরকারের আমলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। কারন যে সরকার থাকবে
সেই সরকারেই তাদের মত করে নির্বাচন কার্যক্রম পরিচালনা করবে এতে করে
বিভিন্ন অনিয়ম হয় প্রভাব বিস্তার হয়। এতে করে ভোটারগন নিজেদের ভোট প্রদান
করা কঠিন হয়ে পরে। দেশের ইতিহাসে সাতটি নির্বাচন হয়েছে এর মধ্যে গত দুটি
নির্বাচন প্রশ্ন বিদ্ধ হয়েছে। এটি দলীয় সরকারের অধিনে হয়েছে। নির্বাচন বন্ধ
করা না নির্বাচন কমিশনের দায়িত্ব নয় নির্বাচন কমিশনের দায়িত্ব সুষ্ঠু ও
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা এটি এখন হচ্ছে না।
রবিবার
বিকেল সাড়ে চারটায় সুনামগঞ্জ জেলা শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি
পাবলিক লাইব্রেরীতে সুশাসনের জন্য নাগরিক-সুজন সুনামগঞ্জ জেলার শাখার
আয়োজনে নাগরিক সংলাপে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এসব কথা বলেন।
"কেবল
অর্থনৈতিক সংস্কার নয় সংকট সমাধানে প্রয়োজন রাজনৈতিক সংস্কার"নাগরিক সংলাপ
অনুষ্ঠানে ফজলুল করিম সাইদের সঞ্চালনায় রাখেন, সুজন সুনামগঞ্জ জেলা শাখার
সহ সভাপতি আলী হায়দার,মৌলভীবাজার সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মহিবুল
ইসলাম,রাধীকা রঞ্জন তালুকদার, মিসবাহ উদ্দিন, জালাল উদ্দীন,ফারুক আহমেদ
প্রমুখ।