বিশ্বনাথ প্রতিনিধি
মে / ১২ / ২০২৩
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে এক শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ ই মে শুক্রবার বিকেলে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সিং কর্মকর্তা আব্দুশ শাকুর এর সভাপতিত্বে আবদুল্লা আল মামুন এর পরিচালনায় অনুষ্ঠিত শোভাযাত্রা পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেলোয়ার হোসেন সুমন।
অনুষ্ঠানে নার্সদের পক্ষে বক্তব্য রাখেন, হাসপাতালের নার্সিং কর্মকর্তা, আবদুল্লা আল ফারুক, মোঃ শানুর, সুজাত রানী, জয়শ্রী রানী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাইনি বিশেষজ্ঞ ডাক্তার অর্পিতা ভট্টাচার্য, নার্সিং কর্মকর্তা জোৎসনা রানী ঘোষ, ডাক্তার আলী আশরাফ প্রমুখ।
সভায় বক্তারা দিবসের তাৎপর্য ও নার্সদের দক্ষ পরিপূর্ণ সেবক হিসেবে গড়ে তুলতে আগামীর লক্ষ্য নিয়ে আলোচনা করেন।