বিজ্ঞপ্তি
ডিসেম্বর / ১৬ / ২০২২
মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছে সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাব। শুক্রবার (১৬ ডিসেম্বর) ক্লাবের সভাপতি ও দৈনিক বাংলাদেশ সমাচার’র সিনিয়র রিপোর্টার সুনির্মল সেন ও সাধারণ সম্পাদক ও বৈশাখী টিভি’র সাবেক সিলেট প্রতিনিধি কামরুল হাসানের নেতৃত্বে সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন ক্লাব নেতৃবৃন্দ ও শুভাকাঙ্খীগণ।
এ সময় উপস্থিত ছিলেন- ক্লাবের সিনিয়র সহ-সভাপতি, জাতীয় দৈনিক সন্ধ্যাবাণী পত্রিকার সিলেট ব্যুরো ও দৈনিক জনবাণী পত্রিকার বিশেষ প্রতিনিধি
মোহাম্মদ হানিফ, সহ-সভাপতিও দৈনিক জাগ্রত সিলেট পত্রিকার বিশেষ প্রতিনিধি মো: ইসলাম আলী, সহ-সভাপতি মোশারফ হোসেন খান, সাংগঠনিক সম্পাদক ও অনলাইন নিউজ পোর্টাল সুরমা মেইল ডটকম’র ভারপ্রাপ্ত সম্পাদক ফয়সাল আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শহিদ আহমদ খান, নির্বাহী
সদস্য সাইফুল নায়েদ, দৈনিক সন্ধ্যাবাণী’র ফটো সাংবাদিক আবিদুল রহমান।
শ্রদ্ধা নিবেদনে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের সাবেক সিলেট বুরো প্রধান আব্দুল মোক্তাদির উপস্থিত ছিলেন।
এরআগে শুক্রবার সকালে জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী বিজয় দিবসে শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধার্ঘ নিবেদন শুরুর মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন শুরু হয়। শহীদ মিনার বেদিতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে প্রথমে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে শহীদ মিনার বাস্তবায়ন পরিষদ। এরপর মুক্তিযোদ্ধা সংসদ। পরে সিলেটের বিভাগীয় কমিশনার, উপ মহা পুলিশ পরিদর্শক (ডিআইজি), মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, এসপি আরআরএফ কমান্ডেন্ট, এসপি এপিবিএন। ১৯৭১ সালে নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে দেশ স্বাধীন হয়েছিল। ত্রিশ লাখ মানুষের সর্বোচ্চ আত্মত্যাগ এবং দুই লাখ নারীর সম্ভ্রমের বিনিময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
নেতৃত্বে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর একটি স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের জন্ম হয়। জাতি আজ ৫২তম বিজয় দিবস উদযাপন করছে, যা বাঙালির সবচেয়ে মূল্যবান দিন।