বিজ্ঞপ্তি
ডিসেম্বর / ০৭ / ২০২২
আগামী ৯ ডিসেম্বর শুক্রবার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির সকাল সাড়ে ১০টায় চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হয়ে দুর্নীতি বিরোধী একটি র্যালি বের হবে। পরে চৌহাট্ট পয়েন্টে দুর্নীতি বিরোধী গণসমাবেশ অনুষ্ঠিত হবে।
কর্মসূচির উদ্বোধন করবেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডাঃ মোর্শেদ আহমদ চৌধুরী।
কর্মসূচি সফলের লক্ষ্যে সপ্তাহব্যাপী সংগঠনের সদস্যবৃন্দরা প্রচারপাত্র বিল ও গণসংযোগ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
কর্মসূচিতে যথাসময় সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন।